
প্রকাশিত: Mon, Feb 12, 2024 11:21 AM আপডেট: Wed, Apr 30, 2025 12:37 AM
[১]ডামি ভোটের পর লুটপাটে মেতেছে আওয়ামী সিন্ডিকেট: রিজভী
এম খান: [২] পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির ন্যাশনাল অ্যাসেম্বলির(জাতীয় পরিষদ) নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নি কোনও দল। প্রধান রাজনৈতিক দলগুলো এখন সরকার গঠনে বিভিন্ন দলের সমর্থন ও জোট গঠনে তৎপর।
[৩] ডন জানায়, শনিবার দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ‘ রাজনৈতিক নেতৃত্ব ও তাদের কর্মীদের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের শাসন ও সেবা করার প্রচেষ্টাকে একত্রিত করা উচিত, যা গণতন্ত্রকে কার্যকরী ও উদ্দেশ্যমূলক করার একমাত্র উপায় হতে পারে।’
[৫] তিনি বলেন, ‘নির্বাচন ও গণতন্ত্র পাকিস্তানের জনগণের সেবা করার উপায়।’
[৬] জেনারেল আসিম মুনির সফল নির্বাচন অনুষ্ঠানের জন্য পাকিস্তানি জাতি, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন (ইসিপি), রাজনৈতিক দল ও বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।
[৭] তিনি বলেন, ‘ভোটাধিকার প্রয়োগে পাকিস্তানের জনগণের অবাধ ও বাধাহীন অংশগ্রহণ সংবিধানে বর্ণিত গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকারকেই তুলে ধরে।’
[৮] তিনি আরও বলেছেন, ‘পাকিস্তানের জনগণ যেহেতু সংবিধানের প্রতি তাদের সম্মিলিত আস্থা রেখেছে, এখন রাজনৈতিক পরিপক্বতা ও ঐক্যের সঙ্গে এর প্রতিদান দেওয়া সব রাজনৈতিক দলের কর্তব্য। ২৫ কোটি মানুষের এই প্রগতিশীল দেশের জন্য নৈরাজ্য ও দলাদলি রাজনীতির পরিবর্তে ঐক্যের প্রয়োজন।’
এ এইচ সবুজ: [২] রোববার বেলা ১১টা ১৭ মিনিট থেকে ১১টা ৪৩ পর্যন্ত ২৬ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি মোনাজাত পরিচালনা করেন।
[৩] মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। এ সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টঙ্গীর তুরাগপাড়সহ আশপাশের এলাকা।
[৪] আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা সংলগ্ন মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণসহ ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের।
[৫] এর আগে, ভোর থেকে মোনাজাতে অংশ নিতে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকে পায়ে হেঁটে আসেন। সম্পাদনা : মুরাদ হাসান
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
